Wednesday, 27 July 2022

Imported post: Facebook Post: 2022-07-27T20:03:37

অন্যের অপমান দেখার নেশা বড় নেশা। --সৈয়দ ওয়ালীউল্লাহ 🖤

Tuesday, 5 July 2022

Imported post: Facebook Post: 2022-07-05T13:09:51

সেই মানুষগুলো সত্যিই খুব বিরক্তিকর যারা কম জানে কিন্তু নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন তার কাছে অনেক তথ্য আছে। কোনো কিছু সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে সে সম্পর্কে একটি কথা বলাও উচিত না। সে মানুষটি যে ভাবে বেশি কথা বললে বা সে বেশি জানে এরকমটা প্রকাশ করলে মানুষের কাছে তার প্রতি একটা অন্যরকম ধারণা আসবে আসলে সে ভুল। কারণ এতে মানুষের কাছে তার প্রতি একটা অন্যরকম ধারণা আসে ঠিকই তবে সেটা নেগেটিভ। তাই নিজে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না, নিজেকে জ্ঞানী প্রমাণ করতে গিয়ে বোকামি করবেন না। You know who I am🙂

Monday, 6 June 2022

Imported post: Facebook Post: 2022-06-07T01:24:54

বন্ধু, অদ্ভুত একটা ফিলিংস। একসময় যাদের মনে হয় সবকিছু, একসময় মনখারাপের সঙ্গী আবার বয়সের কোনো একটা সময় প্রয়োজন আবার বয়সের কোনো একটা সময় কিছুই না। ছোটবেলার বন্ধুত্বে যা ছিলো বড় বেলায় এসে সেটা পাওয়া যায়না আবার অনেকে তো বলে ম্যাচিউর হওয়ার পরে নাকি বন্ধুত্বের মানেটা একেবারেই পাল্টে যায়। বন্ধু মানে একসাথে কতো কি! সময়, স্থান আর মন-মানুষিকতা এগুলোর একটি পরিবর্তন হলেই সবকিছু পাল্টে যায়। সেটা বন্ধুত্ব হোক বা অন্য কিছু। বৃদ্ধ বয়সে অনেক কম সংখ্যক মানুষই যারা বছরে দুইবার বন্ধুদের সাথে সময় কাটাতে পারে। কিন্তু ভাবতেই কেমন লাগে তারা একসময় কত কিছুই না করেছে, একসাথে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া, খেলাধুলা, কতো গল্প। এমনও শোনা যায় একটা সময় নাকি বন্ধুত্বের জন্য অনেকে জীবনও দিতে প্রস্তুত থাকে। অনেক অদ্ভুত একটা অনুভুতি না? সে সময়টাই ভাবে বন্ধুরাই বুঝি অনেককিছু। বড়দের কাছে যখন ছোটবেলার গল্প শুনি তখন তাদের বলার ভাষায় একটা কথা উপলব্ধি করতে পারি যেটা তারা মুখ ফুটে বলে না, “আগের দিনগুলো যদি আবার ফিরে পেতাম।" বন্ধু গুলো যখন ধীরে ধীরে হারিয়ে যায় তখন টের পাওয়া যায় না। সময় পেরুতে থাকে, যোগাযোগ কমতে থাকে, মনোভাবে পরিবর্তন আসে আর সেই দিনগুলিও হারাতে থাকে। সেই সুন্দর দিনগুলি আটকা পড়ে স্মৃতির পাতায়। চাইলেও আগের দিনগুলি ফেরানো সম্ভব নয়। জীবনের কোনো না কোনো সময় বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়বেই। ভুল বুঝাবুঝির কারণে অনেক বন্ধুত্ব নষ্ট হয়। কখনো বা ইগো সামনে আসে আবার কখনো ভুল ধারণা কিংবা মাত্রারিক্ত ম্যাচুউরিটির প্রভাব। মাত্রারিক্ত ম্যাচুউর তাদের বলছি যারা ভাবে তাদের জ্ঞানটা সবার থেকে একটু বেশি। সবার থিংকিং লেভেলটা একরকম না। “হে বন্ধুগণ, তোমরা আমার খারাপ ব্যবহারটা মনে রেখো, আমি না হয় তোমাদের সাথে কাটানো সেই সুন্দর মূহূর্ত গুলো মনে রেখে দিবো।"

Saturday, 16 April 2022

Filmy Sony

1. Facebook: www.facebook.com/thesonyhasanmsg 2. Instagram: www.instagram.com/thesonyhasan 3. Twitter: www.twitter.com/thesonyhasan 4. LinkedIn: www.linkedin.com/thesonyhasan 5. Facebook Page: www.facebook.com/cinemaloversony

Welcome To Sony's World

1. Main Facebook profile link: www.facebook.com/sonyhasan48 2. Main Instagram profile link: www.instagram.com/sonyhasan48 3. Main Twitter profile link: www.twitter.com/sony40725033 4. Main Linkedin profile link: www.linkedin.com/sonyhasan48 5. Main Facebook page link: www.facebook.com/thesonyhasan

Thursday, 12 August 2021

😊my tips☺️

কাউকে কখনও কোনো কিছুর জন্য ছোট করোনা😌, কারণ সে হয়তো অন্য কোনো দিক থেকে শুধু তোমার থেকে ভালো নয় বরং অনেক ভালো☺️ ।

Sunday, 27 June 2021

🥰 বাস্তবতা 😇

কিছু করতে না পারাটা ভুল নয় তবে কিছু করতে না চাওয়াটা অনেক বড় ভুল। যারা এরকমটা করে তারা সমাজের কাছে বোঝা মাত্র। 😔😔

Imported post: Facebook Post: 2022-07-27T20:03:37

অন্যের অপমান দেখার নেশা বড় নেশা। --সৈয়দ ওয়ালীউল্লাহ 🖤